শাহরিয়া হৃদয়, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোঃ উজ্জল মিয়া (২৬) নামের একজনের লাশ উদ্ধার করেছে ময়মনসিংহের ভালুকা থানার পুলিশ।
মোঃ উজ্জল মিয়া পাকুন্দিয়া উপজেলা ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মধ্যপাড়া আলিয়া বাড়ির মোঃ সবুজ মিয়ার ছেলে।
জানাযায়, ৮ -১০ বছর ধরে সবুজ মিয়া ভালুকার মাউনায় স্ত্রী দুই সন্তান সহ বসবাস করতো ও একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করতো।
গতকাল রাত থেকে নিখোজ হয় উজ্জল মিয়া এবং আজ দুপুরে মাওনার মাষ্টার বাড়ি এলাকা থেকে একটি জঙ্গলের পাশ থেকে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে ভালুকা থানা পুলিশ বিকেলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tags: