muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“রমজা‌নের চাঁদ” ।। রহমান মাসুদ

সাহিত্য ও সংস্কৃতি ।।

“রমজা‌নের চাঁদ”
***রহমান মাসুদ***

ঈষান কো‌নে চাঁ‌দের রেখা
রাত পোহা‌লেই প‌বিত্র রমজান,
কাঙ্খিত মা‌সের আগম‌নে
উচ্ছা‌সিত বিশ্ব মুসলমান।

এক‌টি বছর বির‌হে কাতর,
পথ‌চে‌য়ে প্রিয়র অপেক্ষা।
হে মেহমান,‌তোমায় পে‌য়ে
ক‌ন্ঠ ধ্বণি,মারহাবা মারহাবা।

আগত অতিথির কোষাগার
পুণ্য উপঢৌকনের অফুরন্ত খ‌নি,
তাই প্র‌তি‌টি মুহুর্ত অতি মূল্যবান
সংগ্র‌হে পার‌লৌ‌কিক মুক্ত-ম‌নি।

বিগত রমজা‌নের অনেক সাথী
আজ শুধুই অতীত ইতিহাস,
ত‌বে কেন হেলায় সময়‌ক্ষেপন
শিয়‌রে অপেক্ষায় শেষ নিশ্বাস।

রমজা‌নের সেরা সার্থকতা,
এবাদত ব‌ন্দিগী‌তে প্র‌তি‌টি ক্ষন।
পু‌ণ্যের ভান্ডার সমৃদ্ধক‌ল্পে
হৃদ‌য়ে ধারন ক‌ঠিন পণ।

Tags: