তথ্য প্রযুক্তি ।। রাজধানীর মহাখালীর ডিওএইচএসের একটি বাসায় নকল আইফোন তৈরির কারাখানার সন্ধান পাওয়া গেছে। শনিবার দুপুরের দিক থেকে সেখানে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা।
মহাখালী ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানটি থেকে এ পর্যন্ত ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দারা বলছেন, এখানে এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। এরআগে অবৈধ আইফোন জব্দে সকাল থেকে গুলশান-উত্তরা-বসুন্ধরা সিটিতেও অভিযান চালিয়েছেন শুল্ক গোয়েন্দারা।