এস.এম.নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। বোরো ধান দেখে কৃষকের মুখে সোনালী হাসি। উজ্জল রোদে সেই হাসি আরো ঝলমলে করে উঠছে। অনেক মাঠেই কৃষক নিয়ে ধান কাটার উৎসবে নেমে পড়েছেন। কাল বৈশাখী আতঙ্কের মাঝেও উপজেলার বোরো ধান কাটা শুরু হয়েছে। এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে।
ফুঠে উঠেছে কৃষকের মুখে হাসি। এদিকে আকাশে কালো মেঘ আর আকাশের গুড় গুড়ে মেঘের ডাকাডাকি। বিজলীর ঝলকানি ক্ষেতে পাকা ধান আতকে উঠছে কৃষকের মন এবং কৃষাণীর মুুুুখেও সুখের হাসি। এ রকম অবস্থায় উপজেলার চিরিরবন্দর কালবৈশাখী আতঙ্কে আছেন কৃষকরা। উপজেলার ধান কাটা শ্রমিক সংকট থাকায় এরপরও গোলায় উঠছে কৃষকের ধান। কৃষকের
গোলায় ভরা ধান দেখে মনে আনন্দ আর ধরে না কৃষকদের। আবহাওয়া পরিবেশ অনুকূলে থাকায় এ বছর ধানের ফলন ভালো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। আর ধান বিক্রি করে আশানুরুপ দাম পেয়ে খুশি কৃষকরা। সব ধরনের কৃষিপণ্যের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ কিছুটা বাড়লেও ভালো লাভ হচ্ছে।
কৃষকরা জানান, এবার প্রতি বিঘা বোরো আবাদে পাঁচ হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা খরচ হয়েছে। তবে এবার ভালো ধান পাওয়ায় কৃষকের চোখে মুখ হাসি।