muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের রহমত আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রহমত আলী উপজেলার আগরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাগর আলীর পুত্র।

উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য হাজী আব্দুল মান্নানের অভিযোগের ভিত্তিতে ২২মে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতিশ্বর পাল পুলিশ ফোর্স নিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক হইতে আগরপুর পূর্বপাড়া ঈদগাহ রাস্তার পাশে সরজমিন গঠনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা অবস্থায় রহমত আলীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ সময় বালু উত্তোলনের মেশিনাদী জব্দ করে স্থানীয় ইউপি সদস্য হাজী আব্দুল মান্নানের জিম্মায় রাখা হয়।

Tags: