muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদক উদ্ধার, কারাগারে ২ জন

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ২৩ মে রাত ১১টার পর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্মকর্তাদের সহায়তায় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীসহ দু’জনকে আটক করা হয়।

আটককৃত একজন যশোদল মুসলিম পাড়ার মানিক মিয়া ও আলোচিত মাদক সম্রাজ্ঞী খাইরুনীর ছেলে সুমন মিয়াকে ২৫ পিচ ইয়াবা টেবলেট’সহ গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালতে ইয়াবা সেবন ও বিক্রির কথা স্বীকার করায় তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বিশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। অর্থ দন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

অপর আসামী বত্রিশ প্রাইমারী স্কুল এলাকার মৃত মাখন সাহার ছেলে ধীরেন্দ্র চন্দ্র সাহাকে ২০০ গ্রাম লুজ গাজা ও দেশীয় চোলাই মদ’সহ আটক করা হয়। এই আসামীর শহরে মাখন স্টোর নামে একটি মুদী দোকান রয়েছে। বহুদিন ধরেই সেখানে সে গাজা এবং দেশীয় চোলাই মদ বিক্রয় করে আসছিল বলে আদালতে স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

Tags: