muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

বর্তমান সরকার নারীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : ইউএনও মাসউদ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন বর্তমান সরকার নারীদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিআরডিবির হল রুমে সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব-নারীর ক্ষমতায়নে দক্ষতা বৃদ্ধি মূলক অ-প্রাতিষ্ঠনিক প্রশিক্ষণে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এখন আর পিছিয়ে নেই। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে নারীরাও এখন সাবলম্বী হচ্ছে। কর্মমূখী শিক্ষা গ্রহণ করে ঘরে বসেও অর্থ উপার্জনে সক্ষমতা আনয়ন করছেন। জাতীয় সংসদ থেকে শুরু করে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত নারীদের নেতৃত্ব বিকাশে অপার সুযোগ রয়েছে। এছাড়াও তিনি সরকারের নারী বান্ধব আইন সম্পর্কে ধারণা প্রদান বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ সাহাদাৎ হোসেন, প.প. কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, সদর উপজেলার বিআরডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার, সি.এস মো. ছিদ্দিকুর রহমান, মো. শহীদুজ্জামান, প্রশিক্ষিত যুবমহিলা সুর্বনা নাসরীন, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণে ডা. আলেকুন্নেছা যুবনারী কল্যাণ কেন্দ্র ও স্বপ্না নারী সংগঠনের ২৫ জন নারী সদস্য প্রশিক্ষণ গ্রহণ করছেন।

Tags: