আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নরসুন্দা নদীর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদের সরাসরি তত্ত্বাবধানে নরসুন্দা নদী ও তার দুই তীর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট এর মাধ্যমে জেলা শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব পাশের চত্বর ধুঁয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করে। আখড়া বাজার থেকে গোরাঙ্গ বাজার পর্যন্ত নরসুন্দা নদীর দুই তীর আগাছা পরিস্কার করা হয়।
এসময় নরসুন্দা নদীর পাথওয়েতে ইট রেখে জনচলাচলে বিঘ্ন করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নদীর তীরে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূর্ষিত করায় অপর আরও এক জনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।