muktijoddhar kantho logo l o a d i n g

তাড়াইল

তাড়াইলে প্রতিপক্ষের আঘাতে ১ জন নিহত ও ২ জন আহত

মুকুট দাস, তাড়াইল (কিশোরগঞ্জ) ।। কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিপক্ষের আঘাতে ১জন নিহত ও ২জন আহত হয়েছেন।

জানা যায়,পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের দেহুন্দা গ্রামের মৃত আব্দুল আমিন এর ২ছেলে সোহরাব ও ছোট মিয়া এবং তাদের ২ভাগিনা আলাউদ্দিন ও সাবুল আজ ২৬মে ২০১৮খ্রি: শনিবার বিকাল ৫টায় উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নের জটারকান্দা গ্রামে অসুস্থ্য নিকট আত্মীয়কে দেখার জন্য গেলে পূর্বথেকে উৎপেতে থাকা পশ্চিম জটারকান্দা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে বাবুল,আজিজুল হকের ছেলে ফজলুসহ গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রতিপক্ষের উপর দেশীয় অস্র নিয়ে ঝাপিয়ে পড়ে।এতে ঘটনাস্থলেই কিরিচের আঘাতে ছোট মিয়া (৪৫) নিহত হন। আত্মরক্ষার্থে ছোট মিয়ার বড় ভাই সোহরাব ও দুই ভাগিনা আলাউদ্দিন এবং সাবুল তাদের সংগে থাকা দেশীয় অস্র দিয়ে প্রতিপক্ষকে আঘাত করলে পশ্চিম জটারকান্দার মৃত দুলাল মিয়ার ছেলে বাবুল(২০) এবং আজিজুল হকের ছেলে ফজলু(৩২) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

এলাকার লোকজনের সাথে কথা বলে আরো জানা যায়, প্রায় ৪/৫বছর পূর্বে জমির মালিকানা সংক্রান্ত দন্ধের জের ধরে তাড়াইল উপজেলার শেষ সীমানা দিগদাইড় ইউনিয়নের পশ্চিম জটারকান্দা গ্রামের দুলাল মিয়ার সহিত পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের দেহুন্দা গ্রামের মৃত আব্দুল আমিনের ছেলেদের সাথে বিরোধের জেরে দেশীয় অস্রের আঘাতে পশ্চিম জটারকান্দা গ্রামের দুলাল মিয়া নিহত হন।উক্ত ঘটনায় কোর্টে একটি মামলা এখনো চলমান আছে।এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে উক্ত ঘটনার একটি ফয়সালার জন্য কয়েকবার শালিস বৈঠক হলেও কোনও উভয় পক্ষের উশৃংখল আচরনের জন্য তা ভেস্তে যায়।সেই শত্রুতার জের ধরেই আজকের এই হামলা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেছেন।

এলাকাবাসীর দাবি অচিরেই জটারকান্দা গ্রামে পুলিশের চৌকি বসানো হোক।না হলে ভবিষ্যতে আরো খুনের সম্ভাবনা থেকেই যায়।এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিম জটারকান্দা গ্রামের আজিজুল হকের ছেলে ফজলু এবং মৃত দুলাল মিয়ার ছেলে বাবুলকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Tags: