সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া এলাকা থেকে ১৩ হাজার ৭ শত ৯৫ পিস ইয়াবা, ফেন্সিডিল ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
২৭মে রোববার বিকাল ৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে আর্দশপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ আলমগীর (৪০), মৃত মস্তু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৫), মৃত আওয়াল মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ (৩৫) এর কাছ থেকে ১৩,৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩ বোতল ফেন্সিডিল, ০১টি রামদা, ১ টি চাপাতি, ১ টি ছোট হাসুয়া, ৭ টি বল্লম/বর্শা, ১ টি কোচ’সহ মাদক বিক্রয়ের ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
আসামীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী -২০০২) এর ১৯ (এ) এবং ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৯(খ)/৩(ক)/২৫ ধারা মোতাবেক কিশোরগঞ্জের ভৈরব থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tags: