মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার হরিজন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক তৈরি ও সংরক্ষণের উপকরণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ মে) দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় এক ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ বিপুল পরিমাণ চোলাই মদ, ড্রাম ও প্লাস্টিকের বোতলসহ মদ তৈরি ও সংরক্ষণের অন্যান্য উপকরণ জব্দ করে। পরে এগুলো ধ্বংস করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদকসেবীরা হরিজন পল্লী থেকে পালিয়ে যায়।
অভিযান পরিচালনার সময়ে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বলেন, এই পর্যন্ত কিশোরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যাতে কেউ মাদক বিস্তার ও বিক্রি করতে না পারে এজন্য কঠোর অবস্হানে রয়েছে পুলিশ। এ জেলাকে মাদক মুক্ত ঘোষণা করতে প্রতিদিনই অভিযান চলছে। এ জন্য কিশোরগঞ্জবাসীর সহযোগীতা কামনা করেন তিনি। মাদকের বিস্তাররোধে পরিবারকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান পুলিশ সুপার।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত, পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান, পরিদর্শক (অপারেশন) তানভীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।