muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জের মহিনন্দে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শুরু

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দের শুকুর মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মহিনন্দ ইউপি চেয়াম্যান মো. মনসুর আলী। প্রধান অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. মশিহুর রহমান খন্দকার।

মহিনন্দ শুকুর মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জেডএ শাহাদাৎ হোসেন, সিএ সিদ্দিকুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক সাদী।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এআল নোমান, পপি বেগম, মো. শাহবিয়া আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সহযোগীতায় প্রশিক্ষণে ৩০ জন যুব নারী ও পুরুষ অংশ নেন। আগামী ৪ জুন পর্যন্ত সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত উক্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

Tags: