স্পোর্টস ডেস্কঃ সোমবার মুম্বাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে বিসিসিআইয়ের সভাপতি শশাঙ্ক মনোহারের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের ভাগ্য নির্ধারণ হতে পারে।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পিসিবিকে দিবে বিসিসিআই। তবে পিসিবি ত্রিদেশীয় সিরিজে রাজী নয়! ডিসেম্বরে ঘরের মাঠ সংযুক্ত আরব আমিরাতে সল্পপরিসরে হলেও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ খেলতে চায় পাকিস্তান। পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন,‘পিসিবি মানসিকভাবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্যে প্রস্তুত আছে। স্বল্পপরিসরে হলেও ভারতের বিপক্ষে হোম সিরিজটি ইউএইতে আয়োজন করতে চাচ্ছি।’
এদিকে শনিবার নিজেদের মধ্যে বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। সেখানে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই পিসিবিকে নতুন প্রস্তাব দিবে বিসিসিআই। বিষয়টি নিয়ে ক্রিকইনফোকে বিসিসিআইয়ের সদস্য বলেছেন,‘বিসিসিআই ত্রিদেশীয় সিরিজ আয়োজনে আগ্রহী। কিভাবে সিরিজটি আয়োজন করা যায় আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘তৃতীয় দল হিসেবে বাংলাদেশকে নেওয়ার পরিকল্পনা আমাদের আছে। যদি বাংলাদেশ এই সিরিজে সংযুক্ত হয় তাহলে সেখানে ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।’
এদিকে বিসিসিআই এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব না দিলেও বিষয়টি নিয়ে বোর্ডের প্রধান নির্বাহীর কথা হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন,‘আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব বিসিসিআই দেয়নি। ম্যাচ নিয়ে আমাদের আলোচনা হয়েছে।’
তবে বিসিসিআই প্রস্তাব দিলে বাংলাদেশ ম্যাচ খেলার জন্যে এক পায়ে রাজী হয়ে যাবে। বিষয়টি নিশ্চিত করে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘যেহেতু ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে আমাদের কোনো খেলা নেই সেহেতু ত্রিদেশীয় সিরিজ না খেলার কোনো কারণ দেখি না। স্বাগতিক কারা হবে তা নিয়ে আলোচনা হয়নি। যারা সিরিজে অংশগ্রহণ করবে তারা স্বাগতিক দেশ ঠিক করবে।’
শুধু বিসিসিআই না। ডিসেম্বরের ফাঁকা স্লটে খেলার জন্যে বিভিন্ন বোর্ডের সঙ্গেও কথা বলছে বিসিবি। দেশে কিংবা দেশের বাইরে ম্যাচ খেলতে আপত্তি নেই বিসিবির।