muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ

মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ।। অষ্টগ্রাম উপজেলা পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে স্থানীয় সরকার অধিদপ্তরের বিশেষ বরাদ্দ ২ লক্ষ টাকায় সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মোঃ কাছেদ মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ সভায় স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মাহবুব মুর্শেদ, ইউনিয়নের সবকটি ওয়ার্ডে নারীদের আত্ননির্ভরশীল করার জন্য ১৪টি সেলাই মেশিন ও পানীয় জলের সংকট নিরসনে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।

Tags: