আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সরকারের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬জুন (বুধবার) সকালে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ শামসুল হক।
প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম। আলোচক ছিলেন বিআরডিবির উপপরিচালক জিয়াউর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রোকন উদ্দিন ভূইয়া,সহকারী পরিচালক মশিহুর রহমান খন্দকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন,শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাও.শোয়াইব আব্দুর রউফ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তকব্য রাখেন শেখ নুর মোহাম্মদ। সভা পরিচালনায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিডিু মুর্শেদ কামাল। জেলা তথ্য অফিস এর আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অধিদপ্তরের প্রশিক্ষাণার্থীবৃন্দ,বিভিন্ন মসজিদের ইমামগণ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সরকারের সাফল্য অর্জন উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ কার্যক্রমে জনগণকে সম্পৃক্তকরণের বিষয়ে বিস্তারিত অলোচনা করেন।