muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ৪৯১ তম আসর

নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৯১ তম সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা। এতে বিআরডিবি’র সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন প্রধান অতিথি এবং বিআরডিবি’র উপপরিচালক মো. হাফিজুর রহমান ভূঁইয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের পরিচালক লেখক ও সাংবাদিক আমিনুল হক সাদীর পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন, হাওর অঞ্চলবাসী মিঠামইনের সমন্বয়ক এম এ হালিম তালুকদার, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সদস্য সচিব ডা. মো. মোবারক হোসেন খান, সংগঠনের সহ-সভাপতি মো. মোতাহের হোসেন, সহ-সম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আলী সোহান,সহ-সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, কলামিষ্ট আব্দুর রাশিদ ভুইয়া,সদস্য শাহরিয়ার রশিদ অন্তর,রেহান উদ্দিন, ওমর ফারুক , কবি মরতুজা জামাল মরতুজ, মাহফুজুর রহমান প্রমুখ।

সভায় ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ আয়োজনে শুক্রবারের ইফতার মাহফিলে সকলের অংশ গ্রহণের আহবান জানানো হয়। সেই সাথে স্বাধীনতা স্মরণী ২০১৮ পকাশনা কাজে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপস্থিত কবি সাহিত্যিকগণ স্বরচিত লেখা পাঠ করেন এবং শিল্পীরা হামদ নাত পরিবেশন করেন।

 

Tags: