muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ভারতে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান!

india pakistan
স্পোর্টস ডেস্কঃ ২০১৬ সালে ভারতের অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে এই বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। এমন খবরই প্রকাশিত হয়েছে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলোতে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর জন্য দুইদেশের ক্রিকেট কর্তাদের বৈঠকে বসার কথা ছিল সোমবার মুম্বাইতে। কিন্তু ভারতের উগ্রবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনাদের বিক্ষোভ ও হামলার মুখে শেষ পর্যন্ত এই বৈঠক এখনো হতে পারেনি। শিবসেনারা যে আক্রোশ নিয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে তা সত্যিই ভয়ঙ্কর। বিষয়টি তাই ভাবিয়ে তুলেছে পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের। তাই তারা ভাবতে শুরু করেছেন ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি- টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করার বিষয়টি।

এ বিষয়ে পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক জহির আব্বাস বলেন, ‘পাকিস্তান ও ভারতকে বিষয়টি নিয়ে কাজ করা উচিত। বিষয়টার সুরাহা করা উচিত। অন্যথায় আমি আশঙ্কা করছি, পাকিস্তানের খেলোয়াড়রা ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করতে পারে। আমি জানিনা আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিস্থিতি কেমন হবে। তবে এই পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটা পাকিস্তানের খেলোয়াড়দের জন্য অতিরিক্ত চাপ হিসেবে কাজ করবে।’

পাকিস্তানের ক্রিকেটারদের উপর হামলার চেষ্টা ও পাকিস্তানের ম্যাচে বিশৃংঙ্খলা সৃষ্টির নজির আগেই স্থাপন করেছে শিবসেনা। সম্প্রতি তাদের উগ্রতাপূর্ণ আচরণ ও কাজকর্ম ভাবিয়ে তুলছে অনেককে। তারা পাকিস্তান বিদ্বেষী মনোভাব ভয়ঙ্কররুপে প্রকাশ করছে।

১৯৯৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের ম্যাচ শুরুর আগে পিচ দখল করার চেষ্টা করেছিল শিবসেনারা। ২০০৬ সালে মোহালির জয়রপুরে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচেও হামলা করেছিল তারা। চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের শিল্পী আতিফ আসলামের কনসার্ট শিবসেনাদের হুমকির কারণে বন্ধ করতে হয়। সেটা পরবর্তীতে পুনে থেকে সরিয়ে মুম্বাইতে নেওয়া হয়।

গত সপ্তাহে কলামিস্ট ও লেখক সুধীন্দ্র কুলকারনির মুখম-লে কালিমা লেপন করে দেয়া হয়। এরপর পাকিস্তানের প্রাক্তন বিদেশ বিষয়ক মন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেরও বিরোধিতা করে শিবসেনারা। বিষয়গুলো ভাবিয়ে তুলছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকাদের।

Tags: