muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্ট : এশিয়া কাপে টানা চতুর্থ জয়ে ফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে ৭০ রানের বিশাল ব্যবধানে জিতেছে রুমানা-জাহানারারা।

কিনরারা একাডেমি ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রানেই শেষ হয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। ৭০ রানের এই বিশাল জয়ে বাংলাদেশ উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। রোববারের এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত। পাকিস্তানকে হারিয়ে একই দিনে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এই প্রথম বাংলাদেশের মেয়েরা এমন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।

এবারের টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হারলেও পরের তিন ম্যাচে টানা জয়ে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় সালমারা। টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয়ের খাতা খোলে বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৪২ রান করে ভারতীয় নারীদের ৭ উইকেটে হারায় সালমারা। পরের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে যায় তারা। তারপর মালয়েশিয়াকে হারিয়ে নিশ্চিত হলো স্বপ্নের ফাইনাল।

 

Tags: