আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দের শুকুর মাহমুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ বিষয়ে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সোমবার এসব প্রশিক্ষণার্থীদেরকে অনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হয়েছে।
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিনুল হক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস সিদ্দিকুর রহমান। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ আইডিয়েল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক এনামুল হক শামীম,সহ সম্পাদক খুরশিদ আলম,সাংগঠনিক সম্পাদক শাহবিয়া আলম নাদিম, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, নারী বিষয়ক সম্পাদিকা পপি বেগম, সদস্য মাজহারুল ইসলাম অপু,আফসানা সামিনা প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রোকন উদ্দিন ভুইয়া, সহকারী পরিচালক মশিহুর রহমান, প্রশিক্ষক শাহিনুর আলম,সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদাৎ হোসেন, জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল আতœকর্মী যুবক নুরুল আরেফীন লিংকন ও যুব প্রশিক্ষক আমিনুল হক সাদী ।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সহযোগীতায় প্রশিক্ষণে ৩০ জন যুব নারী ও পুরুষ অংশ নেন।