নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তীরের পাথওয়েতে জনগণের নির্বিঘ্নে চলাচলের জন্য ও মোটর সাইকেল নিয়ন্ত্রণের লক্ষে এমএস পাইপ স্থাপন করা হয়েছে। আখড়া বাজার ব্রীজ থেকে নূর মসজিদ পর্যন্ত এসব পাইপ স্থাপন করার কাজ সমাপ্ত হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ জানান, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের পেছনে, আখড়া বাজার ব্রীজ, নূর মসজিদ সংলগ্ন ব্রীজ ও পাথওয়েতে অবাধে মটর সাইকেল যাতায়াত করত। এতে জন চলাচল বিঘ্ন ঘটত। তাই জনগণের সুবিধার্তে ও নির্বিঘ্নে হাটাহাটির লক্ষে এমএস পাইপ স্থাপন করা হয়েছে। এছাড়া নরসুন্দা নদীর তীর পরিস্কার পরিচ্ছন্নতা চলমান রয়েছে।