অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ সালাহ উদ্দিনের আহ্বানে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, সাংবাদিক সরকারী, বেসরকারী কর্মকর্তা, ইউ.পি চেয়ারম্যান সহ সর্বস্তরের মানুষ যোগদান করেন। পরে দেশ ও রাষ্ট্রের উন্নয়ন সহ দেশবাসীর উন্নত জীবন কামনা সহ দোয়া করা হয়।
পরে ইউএনও, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ, কৃষি কর্মকর্তা মোঃ আঃ মোন্নাফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান সাঈদ প্রমূখ অষ্টগ্রাম বর্ধমান পাড়া এতিম খানা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন শরীফ তুলে দেন।