অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ মার্কেটে একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন।
জানা যায়, সোমবার দুপুরবেলায় মার্কেটে ব্যবসায়ী আশরাফ মিয়ার লেপ – তোষকের দোকানে এই অগ্নিকাণ্ড হয়। মালামাল ও দোকানটি পুড়ে ছারখার হয়ে যায়। পরে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী পরিবারের ভাষ্য, খুব কষ্ট করে এনজিও এবং মহাজনী ঋন করে ঈদের দুই – তিন দিন পূর্বে প্রায় তিন লক্ষাধিক টাকা মালামাল এই দোকানে আনা হয়েছিল, কিন্তু আগুন তার সবকিছুই ছারখার করে দিয়েছে।
Tags: