স্পোর্টস ডেস্কঃ ২০১৬ সালের ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতের কচিতে অনুষ্ঠিত হবে ব্লাইন্ড ক্রিকেট দলের এশিয়া কাপ। এই আসরে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলের।
কিন্তু বুধবার তারা ভারতে অনুষ্ঠিত এই এশিয়া কাপ বর্জন করেছে। ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান ক্রিকেটীয় সংকটের কারণে নিরপাত্তার বিষয়টি বিবেচনা করে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ বর্জনের সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে এ বিষয়ে জানায়, ‘শিবসেনা কর্তৃক বিসিসিআইয়েল অফিসে হামলা, পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক বাতিল, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে আলিম দারকে দেওয়া হুমকি এবং আইসিসি কর্তৃক তাকে দেশে ফিরতে বাধ্য করা- এইসব বিষয়গুলো আমাদেরকে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ বর্জন করতে বাধ্য করেছে। কারণ নিরাপত্তার বিষয়টি আমাদেরকে সবার আগে ভাবতে হবে।’
তাদের এই বর্জন করার বিষয়টি ভারতের ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (সিএবিআই) ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।
আসলে এই নাটকের সূত্রপাত হয় গেল সোমবার থেকে। সেদিন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের নবনিযুক্ত সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে ডিসেম্বরের দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচির ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু ভারতের উগ্রবাদী রাজনৈতিক সংগঠন শিবসেনার হামলা ও বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত কোনো বৈঠক না করেই ফেরত আসেন পিসিবির কর্মকর্তারা। এরপর পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে আম্পায়ারিং না করার জন্য হুমকি দেয় শিবসেনা।
সে অনুসারে আলিম দারকে দেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে দেশে ফিরে আসেন ধারাভাষ্যকার শোয়েব আখতার ও ওয়াসিক আকরামও। সবকিছু মিলিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক এখন সাপে-নেউলে অবস্থায় উপনীত হয়েছে। সেটার প্রেক্ষিতেই পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বর্জন করেছে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ। অন্যদিকে জাতীয় দলও চিন্তা-ভাবনা করছে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের বিষয়টি।