ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় এলাকায় যানজটের নেপথ্যে এখন ভূমিকা রাখছে যত্রতত্র অবৈধ পার্কিং। অধিকাংশ মানুষের ধারণা এই অবৈধ পার্কিংয়ের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন ভৈরববাসী।
বিভিন্ন মার্কেটের সামনে রাস্তার উপর প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, অ্যাম্বুলেন্স কিংবা বিভিন্ন কোম্পানির গাড়ি পার্কিং করা হচ্ছে।
ব্যস্ততম মোড় হিসেবে পরিচিত ভৈরব দূর্জয় মোড়ের আশেপাশে সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার আর এই দেড় কিলোমিটার রাস্তার প্রায় সম্পূর্ণটাই রয়েছে অবৈধ পার্কিংয়ের দখলে।
সরেজমিনে আজ (বৃহস্পতিবার) সকালে ভৈরব দূর্জয় মোড় এলাকায় গিয়ে দেখা যায় সারিবদ্ধ বাস দাঁড় করানো আছে। চালকেরা যাত্রী ডাকছে। পাশেই দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ কিন্তু কিছুই বলছে না।
Tags: