সাহিত্য ও সংস্কৃতি ।।
ঢেউ
ইউনুছ ইবনে জয়নাল
একূল, ওকূল, দু’কূলই ভাঙ্গে
রাক্ষুসী যমুনা নদী,
আসা যাওয়ার পথে তার
দেখা মিলে যদি।
দূর জলে রইছি চেয়ে
উঠছে কত ঢেউ,
বুকের মাঝে তুলে তা
পালিয়ে গেছে কেউ।
প্রহর এখন কাটে শুধুই
একা একা বসে,
চরণ তলে হৃদয় রেখে
দলে গেল কষে।
কি অপরাধ ছিল আমার
বলে গেল না,
তার খোঁজে বাড়ছে শুধুই
মনের ভাবনা।
বিরহের অনলে পুড়ি
ভাসি শোকের ঢলে,
হৃদয় মাঝে ঝড় উঠে
থামে না কোনো ছলে।
এর চেয়ে ভাল ছিল
ভাসিয়ে দিত জলে,
ঢেউয়ে ঢেউয়ে তলিয়ে যেতাম
নদীর অতল তলে।
Tags: