ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জে আজ ২৩ জুন ২০১৮ খ্রি. তারিখ শনিবার আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে বর্ণাঢ্য র্যালি, প্রদর্শনী মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি পুরাতন স্টেডিয়াম হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে যেয়ে শেষ হয়। র্যালি শেষে দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।
প্রদর্শনী মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, গণতন্ত্রী পার্টির সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, বিশিষ্ট আয়কর আইনজীবী ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা দুুুুলু, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারওয়ার টিটু, বিশিষ্ট ছড়াকার ও নুরুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, মনোয়ার হোসেন রনি এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য সম্পদ কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী জেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সেবার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।