muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে যুবকের আত্মহত্যা

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। হাওর উপজেলা অষ্টগ্রাম সদরে মোমেন মিয়া (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা যায়। মোমেনের আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলা সদরের আলম দিঘীরপাড়ের মৃত্যু চান্দু মিয়ার পুত্র মোমেন মিয়া (২৮) তার নিজ ঘরে গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পড়ে অষ্টগ্রাম থানার পুলিশ গিয়ে মোমেন এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম মোল্লা জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৪।

Tags: