স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে আজ ২৪ জুন রবিবার বি আর টি এ’র আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগিতায় সকাল ৯:৩০ টায় শহরের পুরাতন ষ্টেডিয়াম হতে বর্নাঢ্য আয়োজনে ব্র্যান্ড পার্টিসহ শুসজ্জিত বিশাল একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের তৃতীয় শ্রেনী কর্মচারী কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বিআরটিএর সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ শফিকুল ইসলাম শফিক, ডেপুটি সিভিল সসার্জন ডাঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসাইন, বিঙ্গ পি পি শাহ আজিজুল হক, প্রভাষক রবিন্দ্রনাথ চৌধুরী, জেলা পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সভাপতি তৌফিকুজ্জান খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ফায়ার সার্ভিসের দুলাল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্ছু, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ, ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, সম্পাদক মনোয়ার হোসেন রনী, প্রভাষক সামিউল হক মোল্লা প্রমূক। বক্তাগন যার যার অবস্থান থেকে গঠনমূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন কেউ কাউকে দোষারোপ নয় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটু সতর্ক ও সচেতন হলেই দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে।
এসময় উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহণেরর সাথে সম্প্রীক্ত মালিক ড্রাইভার হেলপার সহ সকল শ্রেনীর কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।