muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

ক্রীড়া পরিদপ্তর নারী হকি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক ।। ক্রীড়া পরিদপ্তর আয়োজিত নারী হকি খেলোয়াড়দের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ (২৬-০৬-২০১৮ খ্রি.)। সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম।

ক্রীড়া পরিদপ্তর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরে ২১টি জেলায় হকি প্রশিক্ষনের আয়োজন করে জেলা ক্রীড়া অফিসসমূহ। বিভিন্ন জেলায় প্রশিক্ষণ প্রাপ্ত এই খেলোয়াড় থেকে ৪০ জন এবং বাংলাদেশ যুব গেমস থেকে প্রতিভাবান ২০ জন নারী হকি খেলোয়াড়দের নিয়ে শুরু হয় জাতীয় পর্যায়ের এই ক্যাম্প। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন মোt আজিজুল্লাহ হায়দার জামাল এবং হেদায়েতুল ইসলাম রাজিব। ক্যাম্পের প্রধান সমন্বয়ক সাবেক নারী হকি খেলোয়াড় পারভিন পুতুল এবং সার্বিক দায়িত্বে আছেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তারিকউজ্জামান। আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি ডাঃ মোঃ আমিনুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে নারী হকি নিয়ে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদপ্তর। যেখান থেকে জাতীয় পর্যায়ে বয়স ভিত্তিক একটি দল গঠন করতে আমরা সক্ষম। ফেডারেশনের যৌথ উদ্যোগে ক্যাম্পের এই খেলোয়াড়দের নিয়ে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এছাড়া ৬০ জন থেকে ৩০ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ গ্রহণের পরিকল্পনা চলছে আমাদের। আমরা আশা করি এই খেলোয়াড়রাই ভবিষ্যতে জাতীয় নারী হকি দল গঠনে ভুমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক বেলাল উদ্দিন মন্ডল এবং সহকারি পরিচালক মোt নুরুল ইসলাম। সারা দেশ থেকে বাছাই করা ৬০ জন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গত ২৪ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে ৪ জুলাই পর্যন্ত।

Tags: