স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ ।। ‘শৃঙ্খলার জন্য ক্রিকেট-ক্রিকেট খেল শৃঙ্খলা শেখ’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ২৮জুন বুধবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরন করেন (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীল।
বাংলাদেশ আম্পায়ারিং এন্ড স্কোরার এসোসিয়েসন ঢাকা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক একে এম নুরুল ইসলাম খান শামীমের সঞ্চালনায়, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মায়া ভৌমিক, জেলা ক্রিকেট কোচ মোঃ সাজ্জাদ হোসেন রনি ও মোঃ রুবেল, ফুটবল এসোসিয়েশন এর সদস্য রিপেল আহমেদ, অবিভাবকবৃন্দ, সাংবাদিক ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
খেলায় পদ্মা, মেঘণা, যমুনা ও সুরমার বাচাইকৃত শিশুরা অংশ নেন। ক্রিকেট কার্নিভাল পর্বে প্রথম স্থান অধিকার করে যমুনা ও যথাক্রমে স্থান লাভকরে মেঘনা, পদ্মা ও সুরমা। পরে খেলোয়ারদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।