muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

গাজীপুর সিটিতে কাউন্সিলর পদে আ.লীগের ৩৭, বিএনপির ১২ জন জয়ী

ডেস্ক রিপোর্ট ।। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বেসরকারি ফলাফল বুধবার দুপুরে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল ফলাফল ঘোষণা করেন। সিটির ৫৭টি সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৩৭ জন, বিএনপির ১২ জন, জাতীয় পার্টির ২ জন ও স্বতন্ত্র ১ জন প্রার্থী জয়ী হয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে মো.  ওসমান গণি লিটন (আওয়ামী লীগ), ২নং ওয়ার্ডে মোন্তাজ উদ্দিন আহম্মেদ (আওয়ামী লীগ), ৩নং ওয়ার্ডে সাইজুদ্দিন মোল্লা (আওয়ামী লীগ), ৪নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (বিএনপি), ৫নং ওয়ার্ডে দবির সরকার (আওয়ামী লীগ), ৬নং ওয়ার্ডে মীর মোহাম্মদ আসাদুজ্জামান তুলা (আওয়ামী লীগ), ৭নং ওয়ার্ডে কাওসার আহম্মেদ (আওয়ামী লীগ), ৮নং ওয়ার্ডে সেলিম রহমান (আওয়ামী লীগ), ৯নং ওয়ার্ডে নাসির উদ্দিন মোল্লা (আওয়ামী লীগ), ১০নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন দুলাল (জাতীয় পার্টি), ১১নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ১২নং ওয়ার্ডে আব্বাস উদ্দীন (আওয়ামী লীগ), ১৩নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার (আওয়ামী লীগ), ১৪নং ওয়ার্ডে শোয়েব আল আসাদ (বিএনপি), ১৬নং ওয়ার্ডে  মোসলেম উদ্দিন চৌধুরী (বিএনপি), ১৭নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ১৮নং ওয়ার্ডে আব্দুল কাদির মন্ডল (আওয়ামী লীগ), ১৯নং ওয়ার্ডে তানভীর আহমেদ (বিএনপি), ২০নং ওয়ার্ডে মো. শহীদুল ইসলাম (বিএনপি), ২১নং ওয়ার্ডে ফারুক আহম্মেদ (আওয়ামী লীগ), ২২নং ওয়ার্ডে মোশাররফ হোসেন (জাতীয় পার্টি), ২৩নং ওয়ার্ডে মাওলানা মুনজুর হোসেন (স্বতন্ত্র), ২৪নং ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ২৫নং ওয়ার্ডে মজিবুর রহমান (বিএনপি), ২৭নং ওয়ার্ডে জাবেদ আলী জবে (আওয়ামী লীগ), ২৮নং ওয়ার্ডে হাসান আজমল ভূইয়া (বিএনপি), ২৯নং ওয়ার্ডে শাজাহান মিয়া (আওয়ামী লীগ), ৩০নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন (বিএনপি), ৩১নং ওয়ার্ডে মকবুল হেসেন (আওয়ামী লীগ), ৩২নং ওয়ার্ডে মো. পাঞ্জর আলী (আওয়ামী লীগ), ৩৩নং ওয়ার্ডে মো. মিজানুর রহমান (আওয়ামী লীগ), ৩৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), ৩৫নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন মন্ডল (আওয়ামী লীগ), ৩৬নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন (আওয়ামী লীগ), ৩৮নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান (আওয়ামী লীগ), ৩৯ নং ওয়ার্ডে মোঃ শাহীনুল আলম মৃধা (আওয়ামী লীগ), ৪০ নং ওয়ার্ডে মোঃ আজিজুর রহমান শিরিশ (আওয়ামী লীগ), ৪১নং ওয়ার্ডে মোমেন মিঞা (আওয়ামী লীগ), ৪৩নং ওয়ার্ডে আসাদুর রহমান কিরণ (আওয়ামী লীগ), ৪৪নং ওয়ার্ডে মোঃ মাজহারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত -আওয়ামীলীগ), ৪৫নং ওয়ার্ডে শাহ আলম রিপন (আওয়ামী লীগ), ৪৬নং ওয়ার্ডে নুরুল ইসলাম নুরু (আওয়ামী লীগ), ৪৭নং ওয়ার্ডে সাদেক আলী (আওয়ামী লীগ), ৪৯নং ওয়ার্ডে ফারুক আহমেদ (আওয়ামী লীগ), ৫০নং ওয়ার্ডে  কাজী আবু বকর সিদ্দীক (আওয়ামী লীগ), ৫২নং ওয়ার্ডে আব্দুল আলীম মোল্লা (আওয়ামী লীগ), ৫৪নং ওয়ার্ডে নাসির উদ্দীন মোল্লা (আওয়ামী লীগ), ৫৫নং ওয়ার্ডে মোঃ আবুল হাসেম (বিএনপি), ৫৬নং ওয়ার্ডে আবুল হোসেন (আওয়ামী লীগ) ও ৫৭নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন সরকার (আওয়ামী লীগ)।

সহিংসতার কারণে ৯টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, স্থগিত কেন্দ্রেগুলোতে যে সকল প্রার্থী ওই স্থগিত কেন্দ্রের ভোটের চেয়ে এগিয়ে আছেন, ওই কেন্দ্রে আর নির্বাচন হবে না। তারাও বেসরকারিভাবে নির্বাচিত। সেই হিসাবে ১৫নং ওয়ার্ডে ফয়সাল আহমাদ সরকার ও ২৬নং ওয়ার্ডের হান্নান মিয়া নির্বাচিত বলে বিবেচিত। অপর পাঁচটি ওয়ার্ডে নির্বাচন হবে।

Tags: