নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের মহিনন্দে অনুষ্ঠিত সাতদিন ব্যাপী ব্লকবাটিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলা সদরের মহিনন্দ শুকুর মামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্প্রতিবার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহযোগিতায় ব্লক বাটিক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর যুব উন্নয়ন কর্মকর্তা জেড এ শাহাদাৎ হোসেন । মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস মোঃ সিদ্দিকুর রহমান, যুব প্রশিক্ষক আইরীন আলী, সুবর্ণা নাসরীন প্রমুখ। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তায়্যিবা আক্তার,খাদিজা ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক শিল্পী নিরব রিপন। উল্লেখ্য গত ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মহিনন্দ শুকুর মামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন বেকার যুব নারীদের অংশ গ্রহণে ব্লক বাটিক প্রশিক্ষণ কার্যক্রম চলে। প্রশিক্ষণে যুব নারীদেরকে হাতে কলমে ব্লক বাটিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।