কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বুলবুল আহম্মদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নিয়ামুল ইসলাম, ডাঃ লুবনা রহমান, ডাঃ মামুনুর রশিদ সহ হাসপাতালের ডাক্তার ও কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় ৫ জুলাই থেকে রোগীদের মাঝে সেবা প্রদান করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বহির্বিভাগের টিকেটের মূল্য ৩ টাকা,জরুরী বিভাগের টিকেটের মূল্য ৩ টাকা,ভর্তির টিকেটের মূল্য ৫ টাকা ও ক্যাবিন ভাড়া বাবদ প্রতিদিন ১২৫ টাকা ফি নির্ধারণে কার্যক্রম শুরু করা হবে।