পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ২-২ ব্যবধানে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি ছিল না ভারতের। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লজ্জ্বাজনকভাবে হারতে হয়েছে স্বাগতিকদের। আর টিম ইন্ডিয়ার বড় ব্যবধানে এই হারে রেকর্ড বইয়ে বেশ কিছু ওলট-পালট হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২১৪ রানের বিশাল পরাজয়টি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাবধানে হারের রেকর্ড।
ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ ব্যববধানে হারের রেকর্ডটি শ্রীলঙ্কা বিপক্ষে। ২০০০ সালের অক্টোবরে লঙ্কানদের বিপক্ষে ২৪৫ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ভারত। শারজায় ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
আর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ডটি হয় রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৪৩৮ রানের রান পাহাড় তাড়া করতে গিয়ে মাত্র ৩৬ ওভারেই সবকটি উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। ফলে মাত্র ২২৪ রান তুলেই প্রোটিয়াদের শক্তিশালী বোলিং লাইনের কাছে আত্মসমর্পণ করে মহেন্দ্র সিং ধোনির দল।
ভারতের তৃতীয় সর্বোচ্চ হারের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০০৪ সালে সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে ২০৮ রানে হারে ভারত। অসিদের ছুড়ে দেওয়া ৩৬০ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৫২ রানেই দৌড় থেমে যায় তাদের।
চতুর্থ বড় ব্যবধানে হারের রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৭৫ সাল লর্ডসে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে ২০২ রানে হারে ভারত।
২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০ রানের আরও একটি বড় ব্যবধানে হারে ভারত। ডাম্বুলায় শুরুতে ব্যাট করতে নেমে কিউইরা ২৮৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানেই ভারতের দৌড় শেষ হয়।