muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে ৬ মুক্তিযোদ্ধার পবিত্র হজ পালন উপলক্ষে দোয়া মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬ বীর মুক্তিযোদ্ধা পবিত্র হজ¦ব্রত পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই
মঙ্গলবার সকালে কুলিয়ারচর বাজারে মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ কর্তৃক আয়োজিত দোয়া
মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) আলী মোঃ রাশেদ, জেলা পরিষদের সদস্য সৈয়দা নাসিমা আক্তার চায়না, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সবুজ, উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শামসুল হক হারিছ মাস্টার। মোনাজাত পরিচালনা করেন, কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদেরর প্রেস ঈমাম মুফতি মোঃ আব্দুল কাইয়ূম খান।

পবিত্র হজ¦ব্রত পালন করবেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান লায়েছ, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আমিন।

 

Tags: