বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতিকে ধরে রাখতে, সাড়া দেশের ন্যায়, কিশোরগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন স্কুলের অংশ গ্রহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ২০১৮ উদ্বোধন করা হয়েছে।
উক্ত টুর্নামেন্ট কিশোরগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে ১২জুলাই বৃহঃবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সভাপতি এডঃ কামরুল আহসান শাহজাহান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক এডঃ এম এ আফজল। উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি এডঃ মোঃ আতাউর রহমান, জেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শেখ ফরিদ আহাম্মদ।
আনুষ্টানিক ও বর্ণিল সাজসজ্জায় বেলুন উড়িয়ে চৌদ্দশত ইউপির টুটিয়ারচর সঃ প্রাঃ বিঃ বনাম রশিদাবাদের কাকতৈল সঃ প্রাঃ বিঃ এর মধ্যে ১ম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১১টি ইউনিয়ন ও পৌরসভার ১টি মোট ১২টি চ্যাম্পিয়ন স্কুলের বালক ও বালিকা দলের খেলা একটানা বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয়ে, আগামী ১৯ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অবিভাবক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।