muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে প্রকল্প বাস্তবায়ন কমিটির চুক্তি সম্পাদন অনুষ্ঠিত

উপজেলা পর্যায়ে সরকারের সেবাকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষে স্থানীয় সরকার ব্যাবস্থাকে শক্তিশালী করতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন প্রকল্প সমূহ বাস্তবায়নের লক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রকল্প বাস্তবায়ন কমিটির চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই সোমবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রথম পক্ষ হিসেবে চুক্তিনামায় স্বাক্ষর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার রেখা। দ্বিতীয় পক্ষ হিসেবে স্বাক্ষর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত। স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন স্ব-স্ব বিভাগীয় কর্মকর্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মানুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকার্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, ইউডিএফ রোজী পারভীন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। চুক্তিনামার প্রকল্পগুলো হচ্ছে উপজেলা পরিষদে ন্যাস্তকৃত বিভাগ সমূহের আইটিসি সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, মৎস সংশ্লিষ্ট আইন এবং বিষমুক্ত গুণগত মান সম্পন্ন শুটকি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী, অসংক্রামক রোগের প্রতিকার (উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস,ক্যান্সার,রক্ত স্বল্পতা ও সিওপিডি) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা, লাগসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি ও ইংরেজী বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, বাল্যবিবাহ বিরোধী এবং বয়ঃসন্ধিকালে সমস্যা সমূহে ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদানের উদ্ধুদ্ধকরণ ও উৎসাহী যুবক যুবতীদের ডাটাবেইজ তৈরী কর্মশালা কর্মসূচী ও মহিলাদের আয় বৃদ্ধির জন্য ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মসূচী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।

Tags: