১৭ জুলাই মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী পরিচর্যা ক্যাম্প পরিদর্শন করলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী । পরে তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রামদী ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হল রুমে অনুষ্ঠিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ গ্রহণ করেন। সভায় রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ,কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতিশ্বর পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার রেখা, ইউডিএফ রোজী পারভীন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ নাঈমুজ্জামান নাঈম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এরশাদ আহম্মেদ নোমানী।