কিশোরগঞ্জের ১১ উপজেলা ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা বৃহস্প্রতিবার হতে রবিবার ৫-৪ ঘটিকা পর্যন্ত লোডশেডিংয়ের আওতায় থাকছে। তবে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা এ লোডশেডিংয়ের আওতায় থাকছেনা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ১৩২ কেভি এর সহকারী প্রকৌশলী শাহ এনামুল হক। তিনি আরও জানান, জিএমডি, পিজিসিবি ময়মনসিংহ এর অধীনে ১৩২ কেভি কিশোরগঞ্জ গ্রীড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৩২/৩৩ কেভি ২৫/৪১ এমভিএ ট্রান্সফরমার দ্বারা প্রতিস্থাপন করার স্বার্থে ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত টি-০২ ট্রান্সফারমারটি বন্ধ থাকবে। উক্ত সময়ে পিক আওয়ারে কিশোরগঞ্জ গ্রীড উপকেন্দ্রের অধীন ৩১ মেঃ ও লোডশেডিং হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।