muktijoddhar kantho logo l o a d i n g

হোসেনপুর

হোসেনপুরে লাইসেন্স ছাড়া এলপি গ্যাস বিক্রি

হোসেনপুর উপজেলা সদর বাজারসহ গ্রামাঞ্চলের হাট বাজার গুলোতে লাইসেন্স ছাড়া বেশি দামে বিভিন্ন ব্র্যান্ডের এলপি গ্যাস বিক্রি হচ্ছে। মানা হচ্ছেনা ভোক্তা অধিকার আইন। এমনকি ফুটপাতের পান দোকানেও দেদারচ্ছে এলপি গ্যাস বিক্রি হচ্ছে। এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা রাস্তার পাশে কিংবা বাসা বাড়িতে এলপি গ্যাসের সিলিন্ডার মজুদ করে এ ঝুঁকিপূর্ণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বেশির ভাগ স্থানীয় গ্যাস ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বৈধ কোন অনুমোদন নেই। এ ছাড়া অনেক ক্ষেত্রে তাদের অগ্নি নির্বাপক যন্ত্র নেই। সুযোগ পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার দর ছাড়া ৫০-৮০ টাকা বেশি দামে গ্যাস বিক্রয় করে ক্রেতাদের হয়রানি করছে। এলাকার সচেতন মহল মনে করেন অসতর্কতার জন্য যে কোন সময় গ্যাস সিলিন্ডার বিস্কোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম মজুমদার জানান, দোষীদের ব্যাপারে আইনগত ব্যবন্থা নেয়া হবে।

Tags: