মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দক্ষ ও চৌকস কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আহবান রেখে সেনাবাহিনীর কর্নেল ও ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতি বিষয়ক সেনাসদর নির্বাচনী পর্ষদ সভার আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী।
আজ সকালে সেনাসদরের হেলমেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
পদোন্নতির তালিকায় থাকা কর্মকর্তাদের পেশাগত দক্ষতার পাশাপাশি বিশ্বস্ততা, আনুগত্য, সততা ও প্রযুক্তিগত উৎকর্ষতার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার দিক নির্দেশনা দেন।
সভায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পর্ষদের উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। পাঁচদিনের সভায় লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি বিষয়ক সিদ্ধান্ত নেবে সেনা সদর নির্বাচনী পর্ষদ।