কিশোরগঞ্জের বাজিতপুরে নিঁখোজ হওয়া সবুজ (১২) নামে এক স্কুল ছাত্রকে টঙ্গী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নিঁখোজের পর পরিবারের পক্ষ থেকে থানায় করা সাধারণ ডায়রীর ভিত্তিতে র্যাব তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর নিঁখোজ সবুজসহ টঙ্গী থেকে নাছির উদ্দিন (৩৫) ও তার শেলক নূরপুর গ্রামের ছেনু মিয়া (৩০) কে আটক করে বাজিতপুর থানায় সোর্পদ করে র্যাব।
এলাকাবাসী ও থানা সূত্র জানায়, উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর গ্রামে ভাড়াটে নজরুল ইসলাম ছেলে সবুজকে অপহরণ করা হয়নি। সবুজ নিজের ইচ্ছায় তার মা-বাবাকে না জানিয়ে গত ৭দিন আগে ঝালমুড়ির ব্যবসায় সহযোগীতা করার জন্য নাছিরের কর্মস্থল টঙ্গীতে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা ধরনের গুঞ্জন সৃষ্টি হয়েছে।
তবে স্কুল ছাত্রের দাবি, নাছির উদ্দিন তাকে অন্ধকার ঘরে আটকে রেখে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, এটি কোন অপহরন নয়। র্যাব মামলাটি শুক্রবার রাতে থানায় আসামীসহ হস্তান্তর করেছে।