muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার, ৩ জনের জরিমানা

কিশোরগঞ্জে হাওর উপজেলা অষ্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই সময় আদালত অবৈধজাল ব্যবহারকারি তিন জনকে জরিমানা করলে পরে জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।

আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাংগালপাড়া ইউনিয়নের িিভবিন্ন হাওরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলমের নেত্রিত্বে এই আদালত পরিচলা হয় এই সময় প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ জাল সহ ৩জন কে আটক করে পরে। ৩ জনকে জরিমানা করলে তাৎখনিক জরিমানার টাকা দিয়ে চাড়া পান এবং অবৈধ জালগুলো
আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলম জানান, হাওরের অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান চলবে। আদালত পরিচালায় সহযোগিতায় ছিলেন, অষ্টগ্রামের মৎস্য সপ্তাহ পালনের দায়িত্বে
নিয়োজিত জেলা মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত সহকারি পরিচালক মো. কাউছার মিয়া, অষ্টগ্রাম থানার এস, আই আমিরূল ইসলাম সহ সঙ্গীয় র্ফোস ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. জাবেদ হোসেন।

Tags: