muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ভৈরবে নূরানী কয়েল ফ্যাক্টরীতে আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে রুহান এন্ড রাতুল কেমিক্যাল ওয়ার্কস কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটে ঘটেছে। আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় পৌর শহরের নিউ টাউন এলাকায় আশ্রাফুল আলম রুজেনের নূরানী কয়েল ফ্যাক্টরিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ।

ভৈরব বাজার ফায়ার ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কয়েল তৈরীর ডায়ার মেশিন অতিরিক্ত গরম হওয়ার ফলে আগুনের সূত্রপাত। তবে ফ্যাক্টরিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার পরিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

কয়েল ফ্যাক্টরীর মালিক আশ্রাফুল আলম রুজেন বলেন, রাত ২ টায় আমি ড্রাইয়ার মেশিন যেন অতিরিক্ত হিট না হয় কর্মচারি মোস্তাকিনকে সতর্ক করে যায়। ভোরে শুনতে পায় আগুন লেগেছে। আমার অটো ডায়ার মেশিনের অতিরিক্ত হিটে আগুনের সুত্রপাত ঘটেছে। ফায়ার সার্ভিস ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েলসহ ৬৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

Tags: