muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে ব্যাটারি চুরি করায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি

ভৈরবে ব্যাটারি চুরি করায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি

অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগালি করেন ভৈরবের হৃদয় মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালক। ভুক্তভোগী চালক ওই এলাকার সাবেক ইউপি সদস্য আনার মিয়ার ছেলে।

সোমবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে মাইক ভাড়া করে গালাগালের সময় ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও ওই এলাকার আকরাম নামে এক যুবক তার ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালটি ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ আফসোস করছেন আবার কেউ গালাগালের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করছেন।

এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী মুরশিদুর রহমান লিখেছেন, গালাগাল করায় ভৈরবের মানইজ্জত শেষ হয়ে গেল।

শরিফ ইবান হানিফ লিখেছেন, দুঃখজনক। এলাকার ভাবমূর্তি নষ্টের জন্য যথেষ্ট।

জাবেদ মিয়া লিখেছেন, গালাগাল করে কী হবে! ব্যাটারি তো ফেরত পাওয়া যাবে না।

এ বিষয়ে ভুক্তভোগী হৃদয় মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে ব্যাটারি চুরি হয়। তারপর থেকে খুঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কিভাবে কী করব বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোর ব্যাটারি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন বলেন, যে কারো কোনো কিছু চুরি হলে বিষয়টি দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এ কাজটা করেছে।

Tags: