muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“শ্রেষ্ঠত্বের অবমাননা” ***রহমান মাসুদ***

সাহিত্য ও সংস্কৃতিঃ 
“শ্রেষ্ঠত্বের অবমাননা”
***রহমান মাসুদ***
বিশ্ব কর্মকার স‌ৃজি‌লে বিশ্ব
জীবন সৃ‌ষ্টি‌তে প্রাণসন্ঞ্চার,
ধরা সুস‌জ্জিত আবাসস্হ‌লে
মানব পেল শ্রেষ্ঠত্বের দায়ভার।
শ্রেষ্ঠত্ব প্রমা‌নের পরীক্ষায়
অতিক্রান্ত কন্টকময় পথ,
আদিম যুগ-মধ্য যুগ পে‌রি‌য়ে
সভ্যযু‌গে পদার্পন যাত্রার রথ।
শ্রেষ্ঠত্বের মূল্যবান মুকুট
মানব শি‌রেই মানায় সঠিক,
আজ অমান‌বিক হত্যা‌যজ্ঞ‌ে
হায় শ্রেষ্ঠত্ব তোমায় শত ধিক।
হিংস্র ব‌নের পশুও স্বজাতির
রক্তপা‌নে কভু নয় উন্মাদ,
মহা সভ্য নিষ্ঠুর মানবজা‌তি
অকার‌নেই ঘটায় রক্তপাত।
বিংশ-শতাব্দী‌তে উপলদ্ধি
বিধাতারই বি‌চিত্র রঙ্গ‌খেলা,
অপা‌ত্রেই হ‌য়ে‌ছিল দান
মানব গলায় শ্রেষ্ঠত্বের মালা!
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০১-২০১৭ইং/ অর্থ 

Tags: