muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়ার ৫৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জঃ

হাওড় উপজেলা অষ্টগ্রামে ঐতিহাসিক শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়ার ৫৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫৮০ বাংলার প্রতিষ্টিত এই আখড়াটি পূর্ন্যত্মা শ্রী শ্রী ভজরাম বাবাজী প্রতিষ্ঠা করেন। এবং স্হান দাতা দানবীর মায়ারাম দাস সহায়তায় এ আখড়াটি প্রতিষ্ঠিত হয়। এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত আখড়ার ভিবিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

শুক্রবার ভোর থেকে পরিচালনা কমিটির বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেন। এই সব কর্মসূচীর মধ্যে ছিল, মঙ্গলাচরন, বিশেষ পূজা, প্রসাদ বিতরণ এবং শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা পাঠকদের মধ্যে ছিলেন আখড়া পরিচালনা কমিটির সভাপতি ও অষ্টগ্রাম প্রেসক্লাবে সভাপতি দেবপদ চক্রবর্তী ও শ্রীমদ সমীর কুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোন্নাফ, অষ্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ দাস পূর্ব অষ্টগ্রাম ইউ পির চেয়ারম্যান কাসেদ মিয়া, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাদাত। অনুষ্টানে সার্বিক দায়ীত্বে ছিলেন. আখড়া পরিচালনা কমিটি সম্পাদক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জীবনময় শীল।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: