মন্তোষ চক্রবর্তী, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।।
নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ্য সবল ও মেধাবী জাতি। এই প্রতিপাদ্য নিয়ে হাওড় বেষ্টিত অষ্টগ্রামে প্রাণি সম্পদ সেবা পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এই দিবস পালন করা হয়। দিবস টি পালনের জন্য ভিবিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালুয়া ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিববিদ মোঃ আব্দুল মোন্নাফ। এই সময় উপস্থিত ছিলেন ভিবিন্ন খামারের মালিক, কৃষক পল্লী চিকিৎসক সহ ভিবিন্ন পেশাজীবির লোকজন। এই সব কর্মসূচী মধ্যে র়্যালী ও আলোচনা সভা। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র়্যালী বের হয়ে ভিবিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্জন ( বি এস) ডাঃ মোহাম্মদ আবু হানিফ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০২-২০১৭ইং/ অর্থ
Tags: