muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

শান্তি : এঞ্জেল স্বর্ণা তুষি

সাহিত্য ও সংস্কৃতি ।।

শান্তি : এঞ্জেল স্বর্ণা তুষি

একটু শান্তি চাই
কেউ দিবে কি একটু শান্তি
যত আমার শান্তি ছিল সব হারিয়ে গেল
ঝড়ো হাওয়ায় সব শান্তি জ্বলে পুড়ে গেল…..

শান্তির ঘুম হারিয়ে গেছে
যেদিন শুনি আমি ভালতুমি বাসনা আমায়
ভুল করেছি আমি…..

সবার সাথে যখন চলি
পারি না বলতে কথা
বুক যে আমার ফেটে যায়
সইতে পারি না ব্যথা…

হাসি আমার ঠোটে থাকে
চোখে থাকে পানি
ভালবাসায় এত জ্বালা
বুঝি নি কো আমি….

শান্তি খুজছি তবু পাই না যদি দিত কেও
উজাড় করে দিতাম আমি ভালবাসার ঢেউ

Tags: