muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

কবি চন্দ্রাবতীর বসতভিটায় ভোরের আলো সাহিত্য আসরের ৪৭৫তম সাহিত্য সভা

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৪৭৫ তম আসর শুক্রবার সকালে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর স্মৃতি বিজড়িত কাচারীপাড়া গ্রামের বসতভিটায় অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্য আসরে জেলার কবি সাহিত্যিক লেখক ও উপন্যাসিকগণ এবং শিল্পীরা চন্দ্রাবতীকে উৎসর্গ করে বিষয়ভিত্তিক পরিবেশনে মুখরিত হয়ে ওঠেছিল কাচারীপাড়া।

ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির উপ-পরিচালক সাহিত্যিক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লিমেরিকার ও লেখক মো.রেজাউল হাবীব রেজা। বিশেষ অতিথি ছিলেন মিঠামইন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক কবি মোঃ মেহেল উদ্দিন, প্রভাষক ডা. মোঃ মোবারক হোসেন খান। সংগঠনের পরিচালক দক্ষ উপস্থাপক আমিনুল হক সাদীর পরিচালনায় সাহিত্য আসরে আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক সাংবাদিক মাহমুদা আক্তার বিউটি, শিক্ষক জহিরুল ইাসলাম,ইসলাম উৃদ্দিন,আসরের প্রতিষ্ঠাতা সদস্য কবি মো.জামাল উদ্দিন,কবি ও উপন্যাসিক সাইদুর রহমান কাঞ্চন, সদস্য মোঃ রেহান উদ্দিন,কবি বিল্লাল মিয়া, কবি মোঃ জনি মিয়া, জুয়েলুর রহমান জুয়েল প্রমুখ।

Tags: